
ক্রাইম রিপোর্টার :
আদালতের চলমান ফৌজদারী মামলার বিষয়ে মেডিকো লিগ্যাল এর বিভিন্ন প্রেক্ষিতে আইনী সমাধান নিয়ে মুন্সীগঞ্জে বিচারকদের সাথে আইনজীবীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেল ৩ টার থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি ছিলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।এসময় প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শৈবাল বশাক। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও ব্যারিস্টার মো:হাসান সাঈদ রসি ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহম্মেদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো:পারভেজ আলম,জেলা ও দায়রা জজ আদালতের ভিপি কৌশলী অ্যাডভোকেট মো: তোতা মিয়া,পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: হালিম হোসেন,স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসিম আখতার সুমন, অ্যাডভোকেট মো.নুর হোসেন, অ্যাডভোকেট ইকবাল হোসেন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহীন মিজি প্রমুখ।এসময় প্রধান অতিথি ও প্রধান বক্তা সহ আইনজীবীরা মেডিকেল রিপোর্ট,হত্যা, আত্মহত্যা,জখম ও আইনের ধারার সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বারোপ করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস,মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন,মোসা:রহিমা আক্তার,শহিদুল ইসলাম, দুরদানা রহমান সহ অন্যান্য আইনজীবীরা।