
লক্ষ্মীপুর প্রতিনিধি :
মনির হোসেন চৌধুরী, উদ্যোক্তাগণ ব্যবসায়ীদের পথ প্রদর্শক। যিনি কোন উদ্ভাবন বা প্রযুক্তিকে পণ্য বা সেবায় রূপান্তর করেন তিনি উদ্যোক্তা। ব্যবসায়ীদের উদ্দেশ্য মূলত মুনাফা অর্জণ হলেও উদ্যোক্তাগণ কঠোর পরিশ্রম করে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দেন এবং জনজীবনকে উন্নততর করে তোলেন। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ব্যাপক উদ্যোক্তা তৈরির বিকল্প নাই। বর্তমানে দেশে প্রায় ২৬ লক্ষ বেকার জনগোষ্ঠী রয়েছে। যার অধিকাংশই শিক্ষিত। এদেরকে উদ্যোক্তা বানাতে পারলে দেশ থেকে বেকারত্ব বিদায় নেবে। আমাদেরকে আমদানি কমিয়ে উৎপাদনে মনোযোগী হতে হবে। রফতানি বৃদ্ধি করতে হবে। তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ১৩ মে ২০২৫ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার দিকে লক্ষ্মীপুর উপজেলা পরিষদের মিলনায়তন হল রুমে আয়োজিত উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণে দ্বী- বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওইডঋ, কুমিল্লা – নোয়াখালীর অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম, লক্ষ্মীপুর জেলার উপদেষ্টা এ্যাড: নজির আহমদ, আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় ম্যানেজমেন্ট কমিটি সদস্য মো: জিয়াউর রহমান, মুহাম্মদ শহীদ ফারুকী,
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সভাপতি মাও: এ আর হাফিজ উল্লাহ। এসময় আইবিডব্লিউএফ এর লক্ষ্মীপুর জেলা ৩৩ বিশিষ্ট কমিটির ঘোষণা করেন প্রধান অতিথি মু : শহিদুল ইসলাম। নতুন এ কমিটি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইবিডব্লিউএফ এর ডিএমডি আধুনিক হাসপাতাল লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মো: সৈয়দ উল্যা, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মাহমুূদ, সহ সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, মাষ্টার আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ফজলুল করীম, সদস্য নুরুল হুদা, আলা উদ্দিন, আবুল কাশেম, মাহবুব এলাহি রাকিব ঘোষণা করা হয় এ মেয়াদ থাকবে ২ বছর।