
মোঃ সুমন হোসেন-ক্রাইম রিপোর্টার :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা নির্মাণের জন্য মাটি উত্তোলনে তৈরি গর্তের পানিতে পরে খিদিরপুর গ্রামের বাকপ্রতিবন্ধী জাহিদ খানের ছেলে ৩ বছরের আয়াতুল নামের এক শিশু মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে সোমবার ১২ মে সকাল ৯ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের গ্রাম পুলিশ চান মিয়ার বাড়ির সংলগ্ন রাস্তার গর্তে।
স্থানীয় সূত্রে জানা যায়,আয়াতুল সকালের দিকে সবার অজান্তে বাড়ির থেকে ৩০ মিটার দূরে তার নানীকে খুঁজতে যায়।তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রাম পুলিশ চান মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তা নির্মাণের জন্য মাটি উত্তোলনে তৈরি গর্তের পানিতে আয়াতুলের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়।পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
একই এলাকার বাসিন্দা আয়াতুলের নানা জনবালি বলেন,আমার নাতিকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না।অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রাম পুলিশ চান মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তা নির্মাণের জন্য মাটি উত্তোলনে তৈরি গর্তের পানিতে আয়াতুলের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পাই।প্রথমে ভেবেছিলাম এটি খেলনার পুতুল।পরে আমার মেয়ে জান্নাত আক্তার কাছে গিয়ে দেখে সেটা তার শিশু ছেলে আয়াতুল।সাথে সাথে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আয়াতুলকে বাড়িতে নিয়ে আসছি।