বেস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসের নামে প্রতারণার অভিযোগ-
সারোয়ার আলম, ক্রাইম রিপোর্টার, ঢাকা।
বেস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসের এর নামে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। ১২১/৪ ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড, কাফরুল, ঠিকানায় অবস্থিত। শুধু মুন্সীগঞ্জ অঞ্চল থেকে জামানত বাবদ ১,৯৬০০০(এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা দেওয়া হয়েছে যা ফেরত যুগ্য বলেছেন আপনাদের স্টাফ পবন অভিযোগকারী বলেছেন । কিন্তু আপনাকে ফোন করে জামানতের টাকা ফেরত চাওয়া হলে আপনি বলছেন এই টাকা ভর্তি ফ্রি বাবদ নেওয়া হইছে।কিন্তু আপনার স্টাফ ২৬/১২/২০১৭ তারিখ পবন সাহেব ও আব্দুল কাদের সাহেব আমাদের মুন্সীগঞ্জ অঞ্চলের কৃষি ব্যাংক ভবনের সিবিএ এর কক্ষ থেকে ২,০৫০০০/-(দুই লক্ষ পাঁচ হাজার) টাকা ক্যাশ নিলো সেটা কিসের টাকা নিলো। এক বছর না হতেই আবার টাকা নিলেন জামানত বাবদ ক্যাশ ৩৮০০০/- টাকা যার তারিখ ৩০/০৯/২০১৮ স্বাক্ষর করে। এর পর বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ শাখা হিসাব দারির নাম কাজী আব্দুল কাদের ও মোহামুদুর রহমান ব্যাংক একাউন্ট নাম্বার ১০৬৯৮ টাকা পাঠানোর তারিখ হচ্ছে ৪০,০০০/- টাকা তারিখ ২৮/১০/২০১৮। ৪০,০০০/- তারিখ ২৬/১১/২০১৮। ৩৪,০০০/- তারিখ ২৩/১২/২০১৮। ৪৪,০০০/- তারিখ ২১/০১/২০১৯ মোট ১,৯৬০০০/- টাকা যা ভুক্তভোগীরা ফেরত দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
উক্ত প্রতিষ্ঠান মুন্সীগঞ্জসহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে টাকা প্রতারণার মাধ্যমে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি কাফরুল থানায় অবহিত করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page