
আগুন লেগেছে পানের বরজে। কিন্তু ফায়ার সার্ভিসে খবর গেছে চায়ের স্টলে আগুন। এমন খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন না পেয়ে ফিরে আসে। ততক্ষণে চারজন চাষির এক বিঘার বেশি জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে এমন ঘটনা ঘটে। আগুন লেগেছে উপজেলার বাগশিমইল ইউনিয়নের বিদ্যাধরপুরে পানের বরজে। কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহারা এলাকায় হালিমের চায়ের স্টলে আগুন লেগেছে। কিন্তু চায়ের স্টল অক্ষত অবস্থায় দেখে ফিরে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস থেকে বিদ্যাধরপুর দক্ষিণে ৮ কিলোমিটার। আর ফয়ার সার্ভিস থেকে পূর্বদিকে ৯ কিলোমিটার বিষহারা এলাকার দূরত্ব। আর বিষহারা থেকে ফিরে ফায়ার সার্ভিস হয়ে বিদ্যাধরপুরের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার।
মোহনপুর উপজেলার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তখন দুপুর ১টা। ফায়ার সার্ভিসে কল এলো মোহনপুর উপজেলার বিষহারা এলাকায় হালিমের চায়ের স্টলে আগুন। এমন খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা দেয় ১টা ৮ মিনিটে বিষহারার উদ্দেশ্যে। আবার দুপুর ১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসে কল আসে একই উপজেলার বিদ্যাধরপুরে পানের বরজে আগুনে খবর। ততক্ষণে ৫ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে বিষহারার পথে ফায়ার সার্ভিসের গাড়ি চলে গেছে।
এবার ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেখে চায়ের স্টলে আগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। এরপরে অভিযোগ আসা মোবাইল ফোনে কল করা হলে রিসিভ করে তিনি জানান, ইট বিছানো রাস্তায় একটু সামনে প্রাথমিক বিদ্যালয়ের পাশের বসতবাড়িতে আগুন। সেখানে গিয়ে আগুন দেখতে না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদরা বুঝতে পারেন তাদের ভুল তথ্য দেওয়া হয়েছে। এবার ওই নম্বরে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এসময় বিদ্যাধরপুরে চার চাষির এক বিঘার বেশি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।