
মার্কির প্রথম সেটের শেষ ক্রিকেটার হিসেবে তোলা ঋষভ পান্তের নাম। একেবারে শুরু থেকেই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। পরবর্তীতে বিডে যুক্ত হয় সানরাইজার্স হায়দরাবাদ। তবে লক্ষ্ণৌর কাছে হার মানে তারা। ২০ কোটি ৭৫ লাখ রুপিতে পান্তকে দলে নেয় তারা। দিল্লি রাইট টু ম্যাচ ব্যবহার করলেও ২৭ কোটিতে পান্তকে দলে টেনেছে লক্ষ্ণৌ।