
মোঃ রাসেল মিয়া-ক্রাইম রিপোর্টার :
গাইবান্ধার সাঘাটায় মুন্সিরহাট এলাকায় যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বলগেট বসিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাঘাটা উপজেলা সভাপতি জীবন রহমান সবুজ বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সাঘাটা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন তামিম এর নেতৃত্বে চার ঘন্টা অভিযান শেষে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজ ও তার সহযোগীকে আটক করা হয়।
পরে সাঘাটা সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গাজী মুইদূর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে ৫ লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা এবং ১টি বলগেট, ২টি চার সিলিন্ডার মেশিন, ১টি স্যালো পাম মেশিন, ২টি ট্রাক্টর কাকড়া গাড়ি, ও ১টি ট্রলি জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু ব্যবসায়ী সবুজ ও তার সহযোগীকে ছেড়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গাজী মুইদুর রহমান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, জরিমানা করা ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।