
সুরঞ্জন তালুকদার-মধ্যনগর :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী র এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আজ ২রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ২ ঘটিকায় চামরদানি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলীহারপুর গ্ৰামে কর্মী সভা অনুষ্ঠিত হয়।পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চামরদানী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আবু তাহের।চামরদানি ইউনিয়নের সেক্রেটারি মোঃ ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সদর উপজেলার সম্মানিত কর্ম পরিষদের সদস্য মাওলানা মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আবু তাহের , মধ্যনগর ইউনিয়নের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোছাব্বির ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চাঁদাবাজ, লুটপাট কারী এবং দখলদারদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই মানুষকে পূর্ণাঙ্গ মানবতার জীবন দান করতে পারে।। পতিত সরকারের দোসরেরা এখনো তাদের চক্রান্ত, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই সকল চক্রান্তকারীদের থেকে আমাদের সকলকে সতর্ক এবং ঐক্যবদ্ধ তাকতে হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, এবং যুব জামায়াতে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশের জন্য সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।