
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে ও
মাহাবুর কবিরাজ(৩০) এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের নয়া গ্রামের মামুন মিয়া(২৭) বন্ধুর বউ (মাসুদের বউ)লিপি খাতুনের ছবি কম্পিউটারের সফটওয়ার দ্বারা এডিট করে অশ্লীল/পর্ণগ্রাফি তৈরি করেন । মাহবুব কবিরাজ উক্ত এডিটকৃত ছবি লিপি খাতুনের মা ও বাবাকে দেখিয়ে তাদের নিকট থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দাবি করে এবং উক্ত টাকা না দিলে তাদের মেয়ের অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করিয়া ভাইরাল করার ভয় ভীতি প্রদর্শন করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ গুম-খুন ও জখমের ভয় ভীতি প্রদর্শন করে। তাদের মেয়ে লিপি খাতুনকে প্রাণে হত্যা করবে মর্মে ভয় ভীতি প্রদর্শন করে।
গত ১৯ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক দুপুর ২ টার সময় মাহবুব কবিরাজ ও মামুন মিয়া লিপির মোবাইল ফোনে কল করে তার তার বাবা ও মাকে মাহাবুর কবিরাজ এর বাড়ীতে ডেকে নেয়। তারা সেখানে গেলে মাহবুব কবিরাজ লিপির বাবা-মাকে মেয়ের এডিটকৃত অশ্লীল ছবি দেখিয়ে পুনরায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দাবি করে। অন্যায় দাবিকৃত টাকা দিতে অস্বীকার করিলে লিপির বাবা ও মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে হুমকি দেয় তার মেয়ের বড় ধরনের ক্ষতি করিবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি পোস্ট করিয়া আমার মেয়েকে সমাজের কাছে খারাপ প্রমান করিবে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে তাদের সহ তার মেয়েকে হত্যা করবে বলে ভয় ভীতি দেখায় মাহবুব কবিরাজ।
এ ঘটনার পর লিপি বেগমের মা মোছাঃকাল রানী বেগম (৬৩)বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।