
আবদুল্লাহ আল মামুন-সাতক্ষীরা :
সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার প্রচারণার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯) সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এমনি অভিযোগ তুলেছেন নিহতের চাচা আনোয়ার হোসেনসহ নিকট আত্মীয়রা।
তাঁরা বলেন, খুলনার কয়রা থানার আমতলা গ্রামের হাফিজুর রহমান সানার মেয়ে শামীমা খাতুন (২২) এর বিয়ে হয় ফেরদৌস শেখের সাথে। ফেরদৌস সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে। আনুমানিক সাড়ে পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে ও মেয়ে রয়েছে।তারা আরো বলেন, স্বামীর পরকীয়া নিয়ে গত দুই বছর ধরে শামীমার সংসারে অশান্তি চলছিল। এমতাবস্থায় মঙ্গলবার বিকালে দিকে শামীমার শ্বশুর -শ্বাশুড়ির মাধ্যমে জানতে পারেন, তাদের মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এখবর জানার পর তারা সাতক্ষীরার জোড়দিয়ায় ছুটে আসেন। বারান্দায় শোয়ানো শামিমার লাশ দেখে তাদের সন্দেহ হয়। তারা বলেন,এটি পরিকল্পিত হত্যা!
এ বিষয়ে সদর থানায় একটি লিখিত দিয়েছেন ভিকটিমের চাচা আনোয়ার হোসেন সানা।
সাতক্ষীরা সদর থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করতে জোড়দিয়ায় পুলিশ পাঠানো হয়েছে।