
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
নীলফামারীর জলঢাকা উপজেলার আবু সাইদ চত্বরে “জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান প্রদর্শনী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।
৩ আগস্ট ২০২৫, রোববার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমীর মো: মোখলেছার রহমান মাস্টার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান যেন আমাদের ইতিহাস থেকে কখনও মুছে না যায়। এই আন্দোলন ছিল ছাত্র-জনতার ন্যায়বোধ, আত্মত্যাগ ও গণজাগরণের প্রতীক। আজকের প্রজন্মকে সেই আদর্শে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আলোকচিত্র, পোস্টার ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক অংশে পরিবেশিত হয় একাধিক হৃদয়ছোঁয়া ইসলামী সংগীত ও হামদ-নাত।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে সাংস্কৃতিক সংসদ জসাস-এর স্থানীয় শিল্পীগোষ্ঠী। তাঁদের পরিবেশনায় উঠে আসে শহীদদের স্মৃতি, ঈমানি চেতনা এবং ন্যায়ের পথে সংগ্রামের আহ্বান। গানগুলো দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ছাত্র, যুবকসহ সাধারণ মানুষের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়।