
মনিরুজ্জামান মনির :
‘জুলাই পদযাত্রা সংগঠক’ নামে কতিপয় ছাত্র-যুবক কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে উদ্ধত্যপূর্ণ আচরনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিবৃতি।
গত রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টায় ‘জুলাই পদযাত্রা সংগঠক’ ব্যানারে কয়েকজন ছাত্র-যুবক শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনের প্রশ্নত্তোর পর্বের এক পর্যায়ে প্রেসক্লাবের কার্যকরী কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি এহসান বিন মোজাহিদ শ্রীমঙ্গলে জুলাই আন্দোলনে উপস্থিত ছাত্রদের অংশগ্রহণ, জুলাই যোদ্ধা ও মোজাহিদ নামে এক জুলাই যোদ্ধার ভুমিকা নিয়ে প্রশ্ন করেন। রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আগত আতিথিরা প্রশ্নের উত্তর দেবেন, এড়িয়ে যাবেন বা উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্ন অভিযোগপূর্ণ বা পক্ষপাতমুলক যাই হোক অতিথি কেবল তা যুক্তি দিয়ে খন্ডন করবেন। সাংবাদিকরা কোড আন কোড তাই প্রকাশ করবেন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সংবাদ সম্মেলন আয়োজক ছাত্ররা উত্তেজিত হয়ে সাংবাদিক এহসান বিন মোজাহিদ এর প্রতি চরম আক্রমনাত্মক উক্তি ও উদ্ধতপূর্ণ আচরণ শুরু করেন।
বিষয়টি নিয়ে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ছাত্রদের সাথে কথা বলেন এবং ‘আর কথা না বাড়ানো’র অনুরোধ জানিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন।
এরপর ছাত্রনেতৃবৃন্দ ক্লাব থেকে বের হয়ে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক এহসান বিন মোজাহিদকে নিয়ে আপত্তিকর বক্তব্য লাইভ প্রচার করে। ছাত্ররা এতেও থেমে থাকেননি। জুলাই পদযাত্রা সংগঠক ব্যানারে সম্মেলনে অংশ নেয়া ঈশি নামে জুলাই যোদ্ধা নামে কতিপয় ঐ কিশোরী নিজ ফেসবুক আইডি থেকে সাংবাদিক এহসান বিন মোজাহিদকে হুমকি দিয়ে নানাবিধ উস্কানিমূলক প্রচারনা চালাতে দেখা গেছে।
শ্রীমঙ্গল প্রেসক্লাব এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এনসিপি নেতা প্রীতম দাশের সাথে জুলাই পদযাত্রা সংগঠকদের অন্তঃকলহ শ্রীমঙ্গল প্রেসক্লাবে টেনে এনে সাংবাদিকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা গনতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সমাজ সচেতনতা সৃষ্টিতে দীর্ঘ সংগ্রামী ভুমিকা পালনকারী ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকগণ কোন ভাবেই মেনে নেবেন না।
আমরা জুলাই পদযাত্রার এই সংগঠকদের এই উদ্ধত্য আচরণের জন্য দুঃখ প্রকাশ করার আহবান জানাচ্ছি। অন্যথায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সকল সদস্যরা এই সংগঠকদের সকল কার্যক্রম বয়কটের ডাক দিতে বাধ্য হবে।
একই সাথে- যেহেতু, জুলাই বিপ্লবে এই সংগঠকদের নিজেদের ভুমিকার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন এবং এরূপ প্রশ্নের জবাব এড়িয়ে সাংবাদিকদের প্রতি উদ্ধত্যপুর্ন আচরন করেছেন, সেহেতু জুলাই বিপ্লবে এই ছাত্র সংগঠকদের কার কি ভুমিকা ছিল তা খুঁজে বের করে জনসম্মুখে প্রকাশ করতে প্রেসক্লাব কর্তৃক একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল মো হাই ২৯ জুলাই স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরে উল্লেখিত বিষয়ে তীব্র নিন্দা জানানো হয়।