
বদিউজ্জামান-জলঢাকা, নীলফামারী :
বাংলাদেশ জামাতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকাল ৩টায় আলফালা ময়দানে অনুষ্ঠিত হয় বিশেষ রুকন সম্মেলন ২০২৫। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “এই জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য ত্যাগ-তিতিক্ষা ও ইসলামী আদর্শে গড়ে ওঠা নেতৃত্বের প্রয়োজন। জামাতে ইসলামী সেই দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন জাতীর প্রত্যাশা পূরণের নির্বাচন। জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে। নতুন বাংলাদেশ গড়তে হলে অতীতের তুলনায় অনেক বেশি ত্যাগ ও কুরবানির প্রয়োজন হবে।” এসময় তিনি এ টি এম আজাহার ভাইয়ের মুক্তি, জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়াকে নির্বাচনী শুভ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম এবং জেলা সুরা সদস্য ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী (নীলফামারী-৩) মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তারা সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক চেতনা এবং আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোখলেছুর রহমান মাস্টার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আল হাসান।
বক্তারা রুকনদের উদ্দেশ্যে বলেন, “ইসলামী আন্দোলনের গতি-প্রকৃতি নির্ধারণে রুকনদের হতে হবে নিষ্ঠাবান, আদর্শবান ও দায়িত্বশীল।”
সম্মেলন দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।