
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা বিএনপি’র দ্বি- বার্ষিক কাউন্সিলের তফসিল ঘোষনা করা হয়েছে। সভাপতি ও সম্পাদক এবং ২টি সাংগঠনিক পদসহ ১০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, প্রায় ২ দশক পর এই দ্বি-বার্ষিক নির্বাচন সু্ষ্ঠ ভাবে আয়োজনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক এমদাদুল হক মুকুল জানান, ১১ জুলাই মনোনয়ন বিক্রয়, ১২ জুলাই মনোনয়ন দাখিল, ১৩ জুলাই যাচাই-বাছাই, ১৩ জুলাই মনোনয়ন প্রত্যাহার, ১৩ জুলাই প্রতীক বরাদ্দ, ১৩ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ১৯ জুলাই ভোট গ্রহন করা হবে মর্মে তফসিল প্রকাশ করা হয়। নির্বাচনে অংশ নিতে ১১ জুলাই শুক্রবার মনোনয়ন পত্র গ্রহন করেন, সভাপতি পদে এম,এ,ওয়াদুদ, রুহুল আমিন ও আঃ ছামাদ।
এদিকে সাধারন সম্পাদক পদে মোঃ হানজালা, আখরাজুল ইসলাম ও কারিম সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে, শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, আবু জাফর ও মোস্তাফিজুর রহমান। মনোনয়ন উত্তোলন উপলক্ষে বিএনপি কার্যালয়ে সকাল থেকে নেতা-কর্মীরা সমবেত হয়ে দলীয় কার্যালয় মিছিল-মিছিলে মুখরিত হয়ে ওঠে।
আগামী ১৯ জুলাই সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এমদাদুল হক মুকুল আশা প্রকাশ করেন।
প্রার্থীরা মনোনয়ন উত্তোলন করার পর ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক আনন্দ র্যালী করেন। এসময় ভোটাররা বলেন, তারা নিজেদের ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচিত করবেন বলে আনন্দ প্রকাশ করেন।