
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় বাড়ছে নদী ভাঙ্গন, কাঁদছে অসহায় মানুষ। আবাদী জমি হারিয়ে নিঃস্ব এই মানুষগুলো তাদের বসত ঘর বাড়ি রক্ষায় ব্রহ্মপুত্র নদের পাড়ে দাড়িয়ে ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ের শতশত মানুষ তাদের ফসলি জমি ও বাড়িঘর রক্ষায় ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং গাইবান্ধা জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।