
নিজস্ব প্রতিবেদন :
বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির (গাজী টিভি) বার্তাকক্ষ সম্পাদক সারাহ রাহানুমার (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় গত ২৭ আগস্ট রাতে রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সারাহ রাহানুমার মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।
তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে সুদূর যুক্তরাষ্ট্র থেকে সারাহ রাহানুমার মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সারাহ রাহানুমার মৃত্যুর ঘটনাকে তিনি নৃশংস হামলা বলে আখ্যা দিয়েছেন।গত বুধবার সকালে তার ফেসবুকে সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে এক স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লেখেন, ‘জি-টিভির বার্তাকক্ষ সম্পাদক সারাহ রাহানুমার মরদেহ পাওয়া গেছে। রাজধানী হাতিরঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বাধীন বাংলাদেশের মত প্রকাশের ওপর এটি আরেকটি নৃশংস হামলা। জি-টিভি ধর্ম নিরপেক্ষ চ্যালেন। সম্প্রতি এই চ্যানেলের মালিক গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হয়েছেন’।
রাজধানীর হাতিরঝিলে বিভিন্ন সময়ে মরদেহ পাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা ও আত্মহত্যার মতো ঘটনাগুলো নিয়ে আতঙ্ক জনমনে। তবে হাতিরঝিল থেকে সাংবাদিক সারাহ রাহনুমার মরদেহ নিয়ে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সামাজিক মাধ্যমগুলোতে সাংবাদিক রাহনুমার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।