
আশরাফুল আলম সরকার-স্টাফ রিপোর্টার :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বিকেল ৩টায় শ্রীপুরের কেওয়া নতুনবাজার এলাকায় এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি সাইফুল ইসলাম সুমন, এবং সভার সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
নতুন গঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ মোমেন আকন্দকে আহ্বায়ক, সোহাগ গাজীকে সদস্য সচিব এবং মেহেদি হাসান নাহিদকে ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া খোকন মিয়া, শফিকুল ইসলাম শেখ, আতিকুল ইসলাম ও নাসরিনকে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—
মাহদী উদ্দিন আকন্দ, শাহজাহান, রাকিব হাসান, শামীম আহমেদ, রুহুল আমিন, মনির হোসেন, পিয়াল ফকির, মাহমুদুল হাসান রনি, আজিজুল ইসলাম, আজিজুল হক শুভেল, মহসিন মিয়া শাহীন, হিরা ফকির, আর.কে. রনি শেখ, মাসুম খান, রিয়াদ হাসান শারুখ, আল আমিন কবি, আজহার আলী মণ্ডল, হুসাইন শেখ, দুলন, সাইদুল ইসলাম, সুমন ফকির, সজিব শেখ, নূরুল ইসলাম ও রুবেল মিয়া।
৩১ সদস্যের এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রজন্ম দলের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।