
জুলফিকার আলী জুয়েল :
অন্যায়ের সাথে আপোষ নয় আমরা আছি আপনাদের পাশে এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হলো
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নারী, শিশু ও যুব কল্যাণ বিষয়ক শীর্ষক আলোচনা ও ২০২৫-২৬ সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানা। বক্তব্যে তিনি বলেন, নারী-শিশু ও যুবদের উন্নয়নকে কেন্দ্র করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সরকারের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন এস এম মোমিনুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে এগিয়ে নিতে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কার্যক্রম প্রশংসনীয়। এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি প্রদীপ দেবনাথ বলেন, আমরা নারী, শিশু ও যুব কল্যাণের মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করছি। আগামী বাজেটেও এ খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সংস্থার সাধারণ সম্পাদক গাজী মামুন বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে কল্যাণ নিশ্চিত করা। এজন্য সরকারি-বেসরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
সংস্থার কোষাধ্যক্ষ মোঃ আবু হাসান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হবে। প্রত্যেকটি টাকা যথাযথভাবে কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে যাতে নারী, শিশু ও যুবরা সরাসরি উপকৃত হয়।
সংস্থার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ শাহিন বলেন, একতা, শৃঙ্খলা ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই জনকল্যাণমূলক কার্যক্রম সফল করা সম্ভব। সমাজের প্রতিটি সদস্যকে সংগঠনের সাথে সম্পৃক্ত করে আমরা উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নেবো।
সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক এস এম তাহমিনা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দিয়ে সংস্থার কার্যক্রম পরিচালিত হবে। নারীদের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসব বক্তব্যের সাধারণ মানুষ সংগঠনের প্রতি আস্থা রেখে বলেন এই সংগঠনে সরকারি বেসরকারি এবং প্রভাবশালী মহলের সহযোগিতা থাকলে সংগঠনটি আরো বেশি ভালো কাজ করতে পারবে, দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, এই জাতীয় কার্যক্রমে সমাজ থেকে অপরাধ কমে আসবে, এই সংগঠনটি ঠিকভাবে কাজ করতে পারলে সমাজ এবং দেশের সমাজ ব্যবস্থা আরো ভালো রূপে ফিরে আসবে।
আলোচনা অনুষ্ঠান শেষে টিউন ব্যান্ডের আমন্ত্রিত অতিথি শিল্পীদের অংশগ্রহণে গান এবং নৃত্য পরিবেশন করেন, শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন কণ্ঠশিল্পী সোমা ইসলাম, শীলা মনি, মুন্না, আমি নৃত্য পরিবেশন করেন এম এস ডান্স গ্রুপ ও জে এস ড্যান্স গ্রুপ।