
YCDH-তরুণদের শেখাচ্ছে—চাকরি না পেলেও, নিজেই উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করা যায় এবং তাতে সফলতা অর্জন সম্ভব
প্রতিবেদক : ইঞ্জিঃ মোঃ নাসির বিন আরেফিন
বাংলাদেশে বেকারত্ব একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী স্নাতক শেষ করেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। ঠিক এই প্রেক্ষাপটে বেকারত্ব নিরসন ও আর্থ-সামাজিক উন্নয়নে “Youth Career and Development Hub (YCDH)” হাতে নিয়েছে এক বিশেষ উদ্যোগ—“বেকারত্ব নিরসনে উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং”।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো তরুণদের চাকরির পেছনে না ছুটিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। YCDH মনে করে, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন উদ্যোক্তা সৃষ্টি করা ছাড়া বিকল্প নেই।
ঝুঁকিমুক্ত ব্যবসার সুযোগ
নতুন উদ্যোক্তারা যাতে ব্যবসায় ঝুঁকি ছাড়া শিখতে পারেন, সে জন্য YCDH সহযোগিতা করছে DeshGro Company Limited-এর সঙ্গে। প্রতিষ্ঠানটি বিনিয়োগ ছাড়াই প্রশিক্ষণার্থীদের হাতে বিভিন্ন ধরণের পণ্য সরবরাহ করছে। ফলে প্রশিক্ষণার্থীরা একদিকে বাস্তব বাজারে ব্যবসার চ্যালেঞ্জ মোকাবেলা করার অভিজ্ঞতা পাচ্ছেন, অন্যদিকে সেই পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করছেন। এতে তারা শুধু প্রশিক্ষণ নিচ্ছেন না, বরং তাৎক্ষণিকভাবে আয় করেও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠাতার দৃষ্টিভঙ্গি
Youth Career and Development Hub (YCDH)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ হানিফ আলী বলেন,
“এই প্রকল্পটি আমরা প্রাথমিকভাবে রংপুর বিভাগে চালু করেছি। বেকার শিক্ষিত তরুণদের মাঝে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে, বিশেষ করে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। যদি এই প্রকল্প সারা বাংলাদেশে বিস্তৃত করা যায় তবে বেকারত্ব নিরসনে এটি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।”
তিনি আরও যোগ করেন,
“অন্যান্য এনজিও থেকে অনেক উদ্যোক্তা প্রার্থী ব্যবসার জন্য ঋণ নিলেও, দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি তারা সেই টাকা প্রায়শই অন্য খাতে ব্যয় করে ফেলেন। এর ফলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। তাই আমরা ভিন্ন কৌশল নিয়েছি—যারা উদ্যোক্তা হতে চান তাদের ট্রেনিং দেওয়ার পাশাপাশি সরাসরি ব্যবসার জন্য পণ্য সরবরাহ করছি।”
নারীদের অংশগ্রহণ
প্রকল্পটিতে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেক নারী ঘরে বসে থেকে বা সামান্য পুঁজি নিয়েও ব্যবসা শুরু করতে পারছেন না। YCDH ও DeshGro-এর যৌথ উদ্যোগ তাদের সেই বাধা দূর করছে। প্রশিক্ষণ ও পণ্য সরবরাহের মাধ্যমে তারা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতেও অবদান রাখছেন।
সম্ভাবনা ও প্রভাব
ইতোমধ্যেই প্রকল্পটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রকল্প সারা দেশে সম্প্রসারণ করা গেলে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। শুধু তাই নয়, এটি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশে যেখানে প্রতিবছর হাজার হাজার তরুণ চাকরির সন্ধানে বিভিন্ন শহরে ভিড় করেন, সেখানে YCDH-এর এই উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এটি তরুণদের শেখাচ্ছে—চাকরি না পেলেও, নিজেই উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করা যায় এবং তাতে সফলতা অর্জন সম্ভব