
সুরঞ্জন তালুকদার-মধ্যনগর প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা – ২০২৫ যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জল রায়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইউসুস মিয়া,উপজেলা জামায়াত নেতা অঃসার্জেন্ট মোসাব্বির হোসেন, ইসলামী আন্দোলনের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি আঃ কুদ্দুস, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মধ্যনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ ছাত্তার, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার,মধ্যনগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু সরকার, সদস্য সচিব নিবাস সরকার, সুনামগঞ্জের জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চয়ন দেবনাথ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় যে,বর্তমান সরকারের সরকারি দিক নির্দেশনা মেনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ও সকলের সহযোগিতা এবং ঐক্যমতে শারদীয় দুর্গা উৎসব যথাযথ মর্যাদায় পালন করা হবে।