
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
বুড়ি তিস্তা নদী সংলগ্ন রক্ষা বাঁধ আজ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নাড্ডাপাড়া, চাইরানীসহ আশপাশের প্রায় ৮-১০টি গ্রামের সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি—অবিলম্বে বাঁধ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ চরম ক্ষতির মুখে পড়বে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই রক্ষা বাঁধ অবহেলিত থাকায় এবং নিয়মিত সংস্কারের অভাবে এটি এখন অরক্ষিত। এর ওপর আবার অবৈধভাবে চলাচল করছে ভারী ড্রাম ট্রাক, যা বাঁধের ক্ষয় দ্রুততর করছে।
একজন স্থানীয় ভ্যানচালক বলেন, “এই রাস্তা দিয়াই বাজারে যাইতাম, সংসার চালাইতাম। এখন ড্রাম ট্রাকের কারণে ভ্যান চলা যায় না। গরিব মানুষরা খুব কষ্টে আছে।” আরেকজন বলেন, “আগে বাজারে যাইতে ২ কিলো হইত, এখন ঘুরে ১০ কিলো যেতে হয়।”
এই সংকটের কারণে হাট-বাজারে যাতায়াত, পণ্য পরিবহন ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের স্কুলে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের একটাই দাবি—অবিলম্বে ড্রাম ট্রাক চলাচল বন্ধ করা হোক এবং রক্ষা বাঁধে দ্রুত সংস্কার কাজ শুরু করা হোক।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী জেলা প্রশাসক এবং জলঢাকা উপজেলা প্রশাসনের প্রতি স্থানীয় জনগণের জোর আবেদন—এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।