
মোঃ মোহাইমেনুর রহমান সানা-বিশেষ প্রতিনিধি :
ইদানিং চুরি,ছিনতাই সহ অসামাজিক বিভিন্ন কার্যকলাপের সংখ্যা বেড়ে যাওয়ায় জলঢাকা পৌরসভার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পৌরসভার গুরুত্বপূর্ণ স্পটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।যা দীর্ঘদিন ধরে জলঢাকার বিভিন্ন পেশাজীবি মানুষ সহ সর্বস্তরের মানুষের প্রানের দাবি ছিল।
অতীতে এই দাবি সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার করা হলেও মেলেনি প্রতিকার।জলঢাকার গুরুত্বপূর্ন এসব স্থানে সাধারণ মানুষ সিসিটিভি স্থাপন দেখে অত্যান্ত খুশি এবং সাধারণ মানুষ মনে করছে এই সিসিটিভি স্হাপনের মাধ্যমে চুরি ছিনতাই সহ অনেক অপকর্ম কমে আসবে বলে ধারণা করছে।
সিসিটিভি স্থাপনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুরি ছিনতাই হওয়ার স্থান গুলোকে চিহ্নিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে জলঢাকা পৌরসভাকে অতি দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং অবকাঠামো উন্নয়ন একটি পর্যায়ে উন্নীত করার পর শহরের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হবে।
সিসিটিভি স্থাপন কাজের অগ্রগতি জানতে পৌরসভার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোঃ সাজ্জাদ হোসেন।