
মোঃ আল-আমিন-স্টাফ রিপোর্টার :
গত ১১/০৯/২০২৫ রোজ বৃহস্পতিবার বরগুনার বামনা উপজেলার ৩ নং-রামনা ইউনিয়নের-৫ নং ওয়ার্ড-পশ্চিম বলাইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ডোবা থেকে রাত ৭-৫০ ঘটিকায় একটি গলা/কাটা লাশ উদ্ধার করেন বামনা থানা পুলিশ। ঘটনার বিবারনে জানা যায় ভিকটিম ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের পুত্র মোঃ আজিজ সিকদার (২৫) থানা-বামনা, জেলা-বরগুনা, ভিকটিম একজন অটো গাড়ী ড্রাইভার রাত ৭-৫০ ঘটিকায় পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তার মাথায় থেকে অজ্ঞাত আসামি
১। মোঃ সাইফুল ইসলাম (৩৫)পিতা-
মোঃ ছগির হাওলাদার সাং- পশ্চিম বলইবুনিয়া পোঃ-পশ্চিম বলইবুনিয়া ৫ নং ওয়ার্ড, থানাঃ-বামনা, বরগুনা।
২। মোঃ হৃদয় (২২)
পিতাঃ- মোঃ- ইউনুস আলী হাওলাদার
সাঃ-পশ্চিম বলাইবুনিয়া
পোঃ-পশ্চিম বলাইবুনিয়া
৫ নং ওয়ার্ড, থানা- বামনা,বরগুনা, উল্লেখিত আসামীরা ড্রাইভার মোঃ আজিজ সিকদারকে গলার ডান ও বাম পাশে ধারালো চাকু দিয়ে জবাই করে ঈদগাহ সংলগ্ন কার্পেটিং রাস্তার পশ্চিম পাশে ডোবায় ফেলে দিয়ে অটো নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে মোঃ বাদল, পিতা- ইন্তাজ উদ্দিন রাস্তায় রক্ত দেখতে পেয়ে ডাক চিৎকার করলে পার্শ্ববর্তী দোকানের লোকজন এসে ডোবার বিতর ভিকটিমকে দেখতে পেয়ে তখন বামনা থানায় ফোন করলে অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার এর নেতৃত্বে সঙ্গিয় ফোর্স ও এস আই মোঃ নজরুল ইসলাম, এ এস আই মোঃ সিদ্দিকুর রহমান ঘটনা স্হানে গিয়ে ডোবা থেকে মরা দেহ উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসেন। ঘটনার ৫ ঘণ্টার ব্যবধান এর মধ্যে বরগুনার বামনা থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিকদার ওয়ার্কসফ থেকে ছিনতাই হওয়া অটো গাড়ীসহ দুই ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘাতকরা হলো পশ্চিম বলইবুনিয়া গ্রামের সগির হাওলাদারের ছেলে সাইফুল (২৫) ও ইউনুচ আলীর ছেলে হৃদয় (২৩)।
এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। এত দ্রুত সময়ে আসামী ধরতে সক্ষম হয়েছে বলে এলাকাবাসী চৌকস অফিসার ইনচার্জ হারুন অর রশিদ মহাদয়কে ধন্যবাদ জানিয়েছেন। এলাকা বাসী বলেন এমন চৌকস অফিসার প্রতিটি থানায় থাকলে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও বিশ্বাস দ্বিগুন বেড়ে জাবে।