
দীর্ঘ বিরতির পর ঢাবিতে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মূল প্রতিবেদন
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়।
প্রায় ৪০ হাজার পঞ্জীয়নভুক্ত শিক্ষার্থী এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। কেন্দ্রীয় কমিটির ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বড় কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে কিছু কেন্দ্রে সামান্য ভুল বোঝাবুঝির অভিযোগ উঠলেও তা দ্রুত সমাধান করা হয়েছে।
দিনভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ভোটাররা দীর্ঘদিন পর নির্বাচনী পরিবেশ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
সূত্র
তথ্য: দ্য ডেইলি স্টার