
সাইমন :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ সাড়ে ছয় বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সকাল থেকেই টিএসসি কেন্দ্রসহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসছেন। বিশেষ করে ছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন তৈরি হয়েছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, তারা সুষ্ঠু পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহী।
রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ বিরতির পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। ড্রাম, ব্যানার, পোস্টার আর স্লোগানে মুখর পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীরা বলছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা যোগ্য নেতৃত্ব বেছে নিয়ে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার সুযোগ পাবেন।
এদিকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনেক প্রার্থী সকালে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। প্রার্থীরা আশা করছেন, শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দায়িত্বশীলভাবে ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারও ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ও আশাবাদী যে নির্বাচিত নেতৃত্ব ভবিষ্যতে তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।