
রায়হান শেখ :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জন্ম ও ওফাত দিবস একত্রে স্মরণ করা হয় এ দিনে। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মরুভূমি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (সা.)। আবার একই দিনে তিনি ইন্তেকাল করেন। মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি পালন করে থাকে।
আজকের এ দিনটিকে ঘিরে সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, খানকা ও বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানসমূহে দোয়া, মিলাদ মাহফিল, কোরআনখানি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।
ঈদে মিলাদুন্নবি মুসলমানদের কাছে শুধুমাত্র একটি স্মৃতিচারণের দিন নয়, বরং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর দয়া, ন্যায়বিচার, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার শপথের দিন। তিনি বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তাঁর শিক্ষা ও আদর্শ আজও মুসলিম উম্মাহর পথপ্রদর্শক।
এই দিনে সবার অঙ্গীকার হোক—মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায় ও শান্তির সমাজ গড়ে তোলা।