
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ১নং ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধামইরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় এ.টি. এম বদিউল আলম, চেয়ারম্যান ধামইরহাট ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোছাঃ জেসমিন আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ধামইরহাট। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধামইরহাট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ হায়দার আলী এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উন্নয়ন কর্মীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন আপনারা একটি ভাল পরিকল্পনা করবেন যা দেখে পাশ্ববর্তীরা উৎসাহিত হয় এবং ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থায়ীত্বশীল উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ করার আহবান করেন।
ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রনব কুমার ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর এবং কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী। এই কর্মশালার জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।
উক্ত সভার সভাপতি ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. টি এম.বদিউল আলম শিক্ষা বান্ধব, অনগ্রসরগোষ্ঠির উন্নয়ন, দারিদ্র ও ক্ষুধা, মাদক, চোরাচালান ও বাল্য বিবাহ মুক্ত, নিরাপদ পানি, পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য স্মার্ট ধামইরহাট ইউনিয়ন বিনির্মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার প্রত্যয় ঘোষনা করেন।
সভাপতি তার বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের আয় সীমিত ও বাজেট সীমিত হওয়ায় আমরা সকল চাহিদা পুরন করতে পারিনা, কারন আমাদের কোন পরিকল্পনা নাই। এ বিষয়ে তিনি আরও বলেন পরিবারে যেমন পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। ধামইরহাট ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচী ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের সহায়তায় ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।