
রায়হান শেখ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন বাজারে সারের তীব্র সংকট দেখা দিয়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় কৃষকরা জানান, ইউরিয়া সার যেখানে প্রতি কেজি ২৭ টাকায় বিক্রি হওয়ার কথা, সেখানে তা ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিএপি সার সরকারি নির্ধারিত মূল্য ২১ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। একইভাবে টিএসপি সারের দাম ২৭ টাকার পরিবর্তে ৩০-৪০ টাকা পর্যন্ত এবং এমওপি সার ২০ টাকার পরিবর্তে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
গাড়ফা গ্রামের কৃষক হামিম শেখ অভিযোগ করে বলেন,
“মোল্লাহাট বাজারের গোডাউন মোড়ের এক দোকানদার আমার কাছ থেকে বেশি দামে সার নিয়েছেন। কোনো ক্যাশ মেমোও দেননি।”
আংরা গ্রামের রতন রায় বলেন,
“চুনখোলা ও মোল্লাহাট বাজার থেকে সার কিনতে গিয়ে আমাদের সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি দাম দিতে হচ্ছে। তাও সময়মতো পাওয়া যায় না। সরকারের এত ভর্তুকির সুফল আমরা পাচ্ছি না।”
সারের চাহিদা বেশি থাকায় অনেক ব্যবসায়ী অন্য ইউনিয়ন, থানা এমনকি জেলার বাইরে থেকেও সার সংগ্রহ করছেন বলে জানা গেছে। তারা দাবি করেছেন,
“আমরা সময়মতো সরকারি বরাদ্দ পাই না। বাইরে থেকে বেশি দামে কিনে আনতে হয়, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এ সংকটের কারণে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।