
এম এ গাফফার :
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত পি আর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোল টেবিল বৈঠকের প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলাম। প্রধান অতিথি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশ জুলাই বিপ্লব সংঘটিত হলো কিন্তু এর কোন আইনি বাস্তবতা এ পর্যন্ত হলো না।
২০০৮ সালে যারা লোগি বইটার নামে আন্দোলন করে মানুষ করেছে হত্যা এবং শাপলা চত্বরের গণহত্যা চালিয়েছে এ পর্যন্ত এগুলোর কোন বিচার হয় নাই । এই জুলাই সনদে এগুলোর বিষয়ে কোনো উল্লেখ করা নাই যার কারণে এ পর্যন্ত দেশে সুষ্ঠু কোন সমাধানের পথ এগিয়ে আসেন এই বর্তমান সরকার।
আমরা ২৪ এর গণঅভ্যুত্থানের যোদ্ধাদের এবং এই সনদের এই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই জাতি এর পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় । বর্তমান জনগণের মধ্যে পি আর পদ্ধতি সম্বন্ধে তেমন কোনো সম্মুখ ধারণা নাই তাই প্রিয়ার পদ্ধতিতে জনগণের মধ্যে সচিনতা বাড়াতে হবে এবং পি আর পদ্ধতিতে নির্বাচন হলে আগামী তে যারা নির্বাচিত হবে তারা দেশ সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবে এবং তাদের মধ্যে জবাবদিহিতা থাকবে।
উক্ত গোল টেবিল বৈঠকের সভাপতিত্ব করেন প্রফেসর ডাক্তার এম কোরবান আলী সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ।