
সুমন খান :
ঢাকা-১৮ আসনের খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।
এসময়ে এস এম জাহাঙ্গীর বলেন—
দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। অবৈধ সরকারের দুঃশাসন, দুর্নীতি আর ভোটাধিকার হরণে জনগণ আজ দিশেহারা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। জনগণের ভোটই হবে রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি। তিনি আরও বলেন—বিএনপি জনগণের পাশে আছে, থাকবে। দেশের মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়— সেই পরিবর্তনের অঙ্গীকারই হলো আমাদের ৩১ দফ। এই সময় নেতাকর্মীরা দোকানপাট, রিকশা, বাসস্ট্যান্ড ও আশপাশের মহল্লায় গিয়ে সাধারণ মানুষের হাতে ধানের শীষ সংবলিত লিফলেট তুলে দেন এবং বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন। পথচারী, দোকানদার ও রিকশাচালকদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।উপস্থিত ছিলেন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সোহরাব খান স্বপন, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবু, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুরাদ, ছাত্রদল সভাপতি তামিম হোসেন শিথিল, শ্রমিক দল আহ্বায়ক আব্দুল মালেক, ১৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ হাবিব ও সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ মজনু, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার হোসেন মোল্লা, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক, কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন প্রমুখ। এছাড়া বাটারা থানা বিএনপিসহ বিপুলসংখ্যক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরনে অংশ নেন।
বিএনপির এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা ছড়িয়ে দেওয়ার কার্যক্রম নতুন গতি পেল।