
সাইমন :
রাজধানীর গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে (২১ আগস্ট) কলেজপাড়া এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠিসোটা ব্যবহার করা হয় এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এতে অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রনেতারা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বাইরের উসকানিতে এমন ঘটনা ঘটতে পারে। তবে পরিস্থিতি যেন আর না বাড়ে সে জন্য দুই কলেজের প্রশাসন শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।”