
সাইমন :
ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর তেতুঁলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রামের প্রবীণ সমাজসেবক মরহুম মোঃ মনির উদ্দিন (৭৫) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খতমে কুরআনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে যাদুরচরসহ আশপাশের গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।
আজ শনিবার মরহুমের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে কুরআন খতম, দোয়া মাহফিল ও খানাপিনার আয়োজন করা হয়। স্থানীয় ইমামদের নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তাঁর রূহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
মরহুম মনির উদ্দিন দীর্ঘদিন ধরে যাদুরচর ও আশপাশের এলাকায় সমাজসেবামূলক কাজে সক্রিয় ছিলেন। সৎ ও সহজ-সরল জীবনযাপনের কারণে তিনি এলাকাবাসীর কাছে শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দোয়া মাহফিলে মরহুমের একমাত্র ছেলে মোঃ মিজানুর রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, “মনির উদ্দিন ছিলেন একজন খাঁটি মানুষপ্রেমী ও সমাজের অভিভাবকসুলভ ব্যক্তি। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর সৎ কর্ম ও ভালোবাসা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে সবাই তাঁর জন্য মোনাজাত করেন।