
রায়হান শেখ :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে কামরুল ইসলাম গোরা’র প্যানেল বিজয়ী হয়।
ফলাফল নিম্নরূপ:
সভাপতি কামরুল ইসলাম গোরা – ৩৪৪ ভোট (বিজয়ী)
মোড়ল কামরুজ্জামান – ২২০ ভোট
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম কারিম – ২৮৫ ভোট (বিজয়ী)
ইফতেখার আহমেদ পলাশ – ২৭৬ ভোট
সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী – ৩২৮ ভোট (বিজয়ী)
মুশফিকুজ্জামান রিপন – ২৪০ ভোট ,নোমান আলী – ২৯৫ ভোট (বিজয়ী)
আলমগীর কবির – ২১৫ ভোট
ফকিরহাট উপজেলা বিএনপির এ কাউন্সিলে বিজয়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।