
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
জুলাই গণঅভ্যুথ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুল হক কাউসার,
উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আনোয়ারুল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী,
মুক্তিযুদ্ধা তৈয়বুর রহমান, আ. মালেক শেখ , ইউপি চেয়ারম্যান মোঃ আসাফুর রহমান, ইলিয়াস শেখ, মো. জিয়াউল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব তৌহিদ উদ্দিন শেখ, সদস্য গোলাম রাব্বানী, আরও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফায়াদ গাজী, মেহেরাব হোসেন, তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং গণমাধ্যম কর্মী।