
নাজমুল আহসান :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাইরাল পর্যটন এলাকা পাঁচুয়া গ্রামের শাপলা বিলে ভ্রমণে গিয়ে নৌকা ডুবে দুই তরুণ বন্ধুর মৃত্যু হয়েছে।
এ মর্মান্তিক ঘটনা ঘটে শুক্রবার সকালে।
পুলিশ জানাই, পাঁচজন বন্ধু মিলে শাপলা বিলের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সকালে ছোট নৌকা নিয়ে ভ্রমণে বের হন। কিন্তু হঠাৎ নৌকার ভারসাম্য হারিয়ে সবাই পানিতে পড়ে যান। চিৎকারের আওয়াজ শুনে এ সময় স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে ডুবে যাওয়া পাঁচজনকে উদ্ধার করেন। জানান তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, অপর চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় চিকিৎসক জানান।
নিহতদের মধ্যে একজনের নাম বাইজিদ হোসেন। তিনি পরিবারের বাবা-মার একমাত্র ছেলে ছিলেন। তাঁর বর্তমান ঠিকানা ময়মনসিংহের ভালুকা থানা স্কয়ার মাস্টার বাড়ি এবং গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার চান্দাবর গ্রামে। অন্য আরেকজন মাহিনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে টেপির বাড়ি গ্রামে জানা যায়। দুইজনের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
স্থানীয়রা অভিযোগ করেন, ভাইরাল হওয়ার পর থেকে শাপলা বিলে প্রতিবছর পর্যটকের সংখ্যা বাড়লেও সেখানে নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। না আছে লাইফ জ্যাকেট, না আছে প্রশিক্ষিত মাঝি। এমনকি কোনও সতর্কতামূলক নির্দেশনাও পর্যটকদের জন্য দৃশ্যমান নয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, শাপলা বিলকে নিরাপদ পর্যটনকেন্দ্রে পরিণত করতে হলে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, লাইফ জ্যাকেট বাধ্যতামূলক এবং পর্যাপ্ত নজরদারি চালুর ব্যবস্থা নিতে হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দুর্ঘটনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও শোকপ্রকাশ। অনেকে বাইজিদের ছবি শেয়ার করে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।