
রায়হান শেখ :
২৬ জুলাই ২০২৫ ইংরেজি ( শনিবার) বাগেরহাট জেলার কচুয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আরো উপস্থিত ছিলেন বাগেরহাট ১ আসনের মনোনয়ন প্রত্যাশী,কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু, আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ, কচুয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কাউন্সিলরগন। শান্তিপূর্ণভাবে ভোট দানের মাধ্যমে কাউন্সিলরগণ সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বািচত করেন।
সভাপতি নির্বাচিত হন সরদার জাহিদ চেয়ার প্রতীক নিয়ে৩৪৮ ভোট, সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ তৌহিদুল ইসলাম কলস মার্কা ৩০৩ ভোট, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে হুমায়ুন কবির মোরগ মার্কা ১৩৩ ভোট ও শেখ জাহাঙ্গীর টিউবওয়েল মার্কা ২৮০ ভোট। আগামী দুই বছর এই কমিটি বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম পরিচালিত পরিচালনা করবে।