
পরাশর মুখার্জি রিপন-আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্তিযোদ্ধা সন্তান ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সভাপতি ও প্রধান শিক্ষক শরিফুজ্জামান শরীফ, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ সন্তান রবিউল আউয়াল ছোটো, হাফিজুল ইসলাম হাফিজ, সাদিক আনোয়ার ছোট্ট, লিট্টু হোসেন সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা সন্তানরা।