
সাইমন :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে। এনসিপির দাবি, সরকারদলীয় এই ছাত্রসংগঠনের নেতারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে পুলিশ গাড়িতে আগুন দেয় ও পদযাত্রা কর্মসূচিকে বাধাগ্রস্ত করে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে এনসিপি। এরই অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে পদযাত্রার আয়োজন করে দলটি। মঙ্গলবার (১৫ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কর্মসূচির ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, “বিপ্লবের সহযোদ্ধারা ধুমকেতুর মতো ছুটে আসুন। আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।”
তিনি আরও লেখেন, “গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে। জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়—গোপালগঞ্জ সবার, গোপালগঞ্জ বাংলাদেশের।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের বার্তা ছড়িয়ে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।