
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সভার আয়োজন করা হয়।
৫ জুলাই শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর পূর্ব ইউনিয়নের মহল্লা গ্রামের কুঁড়ের পাড় বালুর মাঠ প্রাঙ্গণে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা, মহল্লা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলী, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিনের সঞ্চালনায় কর্মী সমাবেশে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক সফল আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ। উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবনুল হাছান সবুজ। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল। পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান। উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান দুলাল।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অনন্ত হীরা, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে প্রধান অতিথি এডভোকেট এম এ মান্নানকে বিএনপির দুর্দিনের কান্ডারী,সৎ পরিচ্ছন্ন ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়ে বলেন আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক উপহার দিবেন বলে আশাবাদী।
কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক, উপজেলা শ্রমিক দল সভাপতি প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ,পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুহেল, সাবেক ২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা কাজী রাশেদুল হক সুমন, ও তোজাম্মেল হক বকুল সহ আরো অনেকে।
এদিকে কর্মী সমাবেশ শুরু হওয়ার আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।