
এম এ গাফফার-বিশেষ প্রতিনিধি :
বাদ পড়া ৪১৫৯ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের জন্য আবারো গোটা বাংলাদেশ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছে। গতকাল থেকে শুরু হওয়া এবারের এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় গুলি জাতীয়করণের সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে ৪১৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের বাদ পড়ে যায় তখন থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্নভাবে চলমান এই বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছে। ধাপে ধাপে শিক্ষকদের আন্দোলনের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই স্কুলগুলোর জন্য একটি কনসালটেশন কমিটি গঠন করে দেয় ।
এই কনসালটেশন কমিটি ২০২৫ সালের শুরুর দিকে অনাধিক ৫০০০ স্কুল জাতীয়করণের জন্য সুপারিশ প্রেরণ করেন। কিন্তু অদ্যবধি সুপারিশ কৃত স্কুলগুলো জাতীয়করণের ঘোষনা না আসায় শিক্ষকেরা বৃষ্টিতে ভিজে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকনের নেতৃত্বে আসা শিক্ষকেরা জানান যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনের রশিদ খোকন, মহাসচিব ফিরোজ উদ্দিন, লিটন, খাইরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, নীলফামারী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক সমিতির উপদেষ্টা মোঃ হামিদুর রহমান জলঢাকা উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবর রহমান, শিক্ষক মোঃ মাহবুব রানা, মেরিনা আক্তার,শিলা আক্তার, কামরুন্নাহার নুপুর, সহ সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষকগণ।