
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় পরিবারের নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসি ক্যামেরা বসানোয় অপর মাদকসেবী প্রতিবেশীর অকথ্য অশ্লীল গালাগালাচ, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি সহ মারাত্মক রোষানলে পড়েছেন সচেতন প্রতিবেশী মাসুদ রানা মামুন।
এলাকার চিহ্নিত মাদকসেবী ও সেলুন ব্যবসায়ী নরসুন্দর ছাইদার, বাবু ও বাবুর পিতা মজিবর রহমান মজির নানান অপকৌশলের হাত থেকে রক্ষা পেতে গাইবান্ধা সদর থানায় জিডি করেছেন ভুক্তভোগী ঐ মাসুদ রানা মামুন।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার পুর্ব কোমরনই গোদারহাট গ্রামে।
এসব বিষয়ে জানতে চাইলে ঐ গ্রামের বাসিন্দা সুরুজ বাঙ্গালী বলেন, মামুন সিসি ক্যামেরা লাগিয়েছে মামুনের সুবিধার জন্য, সেখানে ওরা গাঞ্জা খায়, গাঞ্জা বিক্রি করে, উল্টো এলাকাবাসীকে ওরা কথায় বলতে দেয় না।
আর মাদকসেবী মজিবর রহমান মজির ছেলের বৌ মাছুদা বেগমের মুখেই তার শ্বশুরের মাদক সেবনের সরল স্বীকারোক্তি শুনুন।
এমন পরিস্থিতিতে গাইবান্ধার পুলিশ প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে মাদকের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিবেন, এটাই প্রত্যাশা করে সচেতন এলাকাবাসী।