
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, গতকাল বুধবার (২৮ মে) বেলা ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদি হাসানের সভাপতিত্বে ও ধামইরহাট সোনালী ব্যাংকের ম্যানেজার এস বুলবুল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার।
জালনোট চিহ্নিতকরণ সম্পর্কে ধারনা প্রদান করেন রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার। রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) রেজাউল করিম, সমন্বয়কারি উপপরিচালক হাসিবুর রহমান, বিশেষ অতিথি ধামইরহাট সরকারি এম,এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, নওগাঁ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার ফজলে রাব্বি, ওয়ার্কশপে অংশ গ্রহনকারী চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি ও, জগতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলুন সরদার প্রমুখ।
কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যাংক কর্তৃপক্ষের এমন সচেতনতামুলক কর্র্মশালা ক্রেতা-বিক্রেতাদের বড় ধরনের আর্থিক প্রতারনা থেকে অনেকটা রক্ষা করবে বলে সুধমিহল মনে করেন।