
মুন্সীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমিরের গণসংযোগ
ক্রাইম রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জনসংযোগের অংশ হিসাবে মুন্সীগঞ্জে জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস গণসংযোগ করেছে।মঙ্গলবার( ২২ এপ্রিল) সকাল ১০ টা হতে জেলা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে জন সংযোগ করেন।
এস মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত,পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নাজমুন নাহার,এর কার্যালয় সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে জন সংযোগ করেন।
এ সময় তিনি কর্মকর্তাদের হাতে ইসলামী সাহিত্য তুলে দিযে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশের শান্তি আনা সম্ভব নয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রচেষ্টার সাথে কর্মকর্তাদের সহযোগিতা করার আহ্বান জানান।
জনসংযোগ কালে উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী,সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মুহাম্মদ উজ্জ্বল হোসেন, পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি মোঃ মহসিন মুন্সী।পৌরসভার সহকারি সেক্রেটারি,ইঞ্জিনিয়ার আব্দুল মবিন,জামায়াত নেতা আবুল কাশেম,মোঃ আবু তাহের প্রমুখ।