
যাবির কনসালটেন্সি ফার্মের নামে প্রতারণার অভিযোগ –
নিজস্ব সংবাদদাতা, ঢাকা।
যাবির কনসালটেন্সি ফার্মের নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে, অফিসের ঠিকানা বাড়ি নম্বর ৫৩৩, (৫ম তলা ) রোড নম্বর ১১, বারিধারা DOHS ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬,
ভুক্তভোগীর নাম মোহাম্মদ আল মামুন, পিতা ইনসান উদ্দিন আকন, গ্রাম – ফুলঝুরি, ডাকঘর- তুষখালী -৮৫৬১, থানা- মঠবাড়িয়া, জেলা – পিরোজপুর।
কোম্পানিতে ফাইল নাম্বার J১৩৫, চুক্তিপত্রে স্বাক্ষর করার দিন ১৫০০০ টাকা সহ সর্বমোট ৪৫০০০ টাকা প্রদান করেন ভুক্তভোগী। নিউজিল্যান্ড এ ওয়েটার হিসেবে যাওয়ার জন্য চুক্তিপত্রে উল্লেখ করেন। ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে বিভিন্ন পয়েন্ট উল্লেখ করেন প্রতারক চক্র, এর মধ্যে ১৬ লক্ষ টাকা সর্বমোট নিউজিল্যান্ডে যেতে খরচ হবে বলে উল্লেখ করেন। প্রতিষ্ঠানটি ভুক্তভোগী কে জাল ডকুমেন্ট প্রদান করে।
এভাবে অসংখ্য লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা এই চক্রটি হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিভাবে কোন উপায়ে এই প্রতারক চক্র টি কাজ করছে এই ব্যাপারে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি । দ্রুত এদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি করছেন ভুক্তভোগীরা।