
গ্যাসের দাম বাড়লো ৩৩ শতাংশ: শিল্প খাত ধসের শঙ্কা ব্যবসায়ীদের!
বছরখানেক ধরে ডলারসংকটের ফাঁদে আটকা দেশের ব্যবসা-বাণিজ্য। খরচ বেড়ে আকাশ ছুঁয়েছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ভোক্তা ও ব্যবসায়ীরা গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে আসছেন। গণশুনানিতেও দাম না বাড়িয়ে ‘সিস্টেম লস’ কমিয়ে দাম কমানোর কথা বলা হয়েছে। এসব আমলে না এনে সরকার উল্টোপথে হাঁটল। গ্যাসের দাম এক ধাক্কায় ৩৩ শতাংশ বাড়িয়ে দিল।
শিল্প খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। দাম বাড়ানোয় নতুন শিল্প-বিনিয়োগ নিরুৎসাহিত হবে। খরচ বাড়ার আশঙ্কায় পুরোনো শিল্পেও আশানুরূপভাবে বিনিয়োগ বাড়বে না। একই মত জানিয়ে অর্থনীতির বিশ্লেষকরা বলেছেন, গাসের দাম বাড়ানোয় গোটা শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে, যা অর্থনীতির গতি কমাবে।
ব্যবসায়ী নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের তীব্র আপত্তির পরও নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে ৩৩ শতাংশ। প্রতি ইউনিটে ১০ টাকা বাড়তি দিতে হবে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, শিল্প গ্রাহকদের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ৩১ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে- এসব সিদ্ধান্তে আমরা ব্যবসায়ীরা গভীরভাবে উদ্বিগ্ন। নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে দুই বছর আগে শিল্পে গ্যাসের দাম ১৫০ থেকে ১৭৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। গত বছরও দাম বাড়ানো হয়েছিল। কিন্তু দুই বছর পরও শিল্পে গ্যাসসংকট কাটেনি।