
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অজ্ঞাত দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনই পুরুষ। এর মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বছর বলে ধারণা করা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তারা সম্পর্কে বাবা-ছেলে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা পেরোনোর পরে রাত সাড়ে দশটার দিকে স্থানীয়রা ট্রেনে কাটা পরে দুজনের মৃত্যুর খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, মৃতদেহ দুটির পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল এসে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।