
সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানান।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র-১। তিনি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য রুনু রেজা তাঁদের বোন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। কিন্তু তাঁর বাসভবন থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি।
আদালত সূত্র জানায়, খালিশপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পাঠানো হয়। মামলার মূল নথি বা কাগজপত্র অন্য আদালতে থাকায় পরবর্তী দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠায় আদালত।
তাজুল বলেন, রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যার মামলায় অভিযুক্ত।গত ৩০ আগস্ট দায়ের করা দুই মামলার একটিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে ।