
রাজস্থান রয়্যালসের হয়ে কয়েক মৌসুম খেললেও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে ধরে রাখেনি তারা। তবে নিলাম থেকে দলে পেতে আগ্রহ দেখায় রাজস্থান। যদিও পরবতর্তীতে তারা লড়াইয়ে থাকেনি। লম্বা সময় বিড করেছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। শেষ মুহূর্তে যোগ দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট দলে নিয়েছে জস বাটলার।

২০২৫ মেগা নিলামে মার্কি সেটের প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয় আর্শদীপ সিংয়ের নাম। ভারতের বাঁহাতি পেসারের জন্য সবার আগে বিড করে চেন্নাই সুপার কিংস। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে আর্শদীপকে দলে টেনে দেয় হায়দরাবাদ। তবে সেই সময় রাইট টু ম্যাচ ব্যবহার করে পাঞ্জাব কিংস। যদিও পরবর্তী আর্শদীপের জন্য ১৮ কোটি দিতে রাজি হয় হায়দরাবাদ। ভারতের পেসারকে অবশ্য ছাড়েনি পাঞ্জাব। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ ব্যবহার করে আর্শদীপকে আবারও নিজেদের ডেরায় ফেরায় পাঞ্জাব।