
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুস সালাম শেখের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ এনে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার ৮ অক্টোবর ২০২৫ সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগীরা এ স্মারকলিপি প্রদান করেন।
তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, বিদ্যালয়ের ডেস্ক কমিটির সভাপতি আব্দুস সালাম শেখ,পিতা- আব্দুল গফুর শেখ, গ্রাম- কাজলঢোপ, প্রধানপাড়া, ডাকঘর- বল্লমঝাড়, উপজেলা ও জেলা: গাইবান্ধা। তিনি বিএসএস পাশের একটি জাল সনদপত্র ব্যবহার করে সভাপতির পদে আসীন হয়েছে। এ কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন তাকে গোপনে সহযোগিতা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ গুলো হলো-সভাপতি কর্তৃক দাখিল করা বিএসএস পাশের সনদপত্রটি জাল এবং প্রত্যয়নপত্রে নকল স্বাক্ষর ও মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ওই জাল সনদপত্র তৈরিতে সহযোগিতা করেছেন। বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সনদপত্রের অনলাইন রেজিস্ট্রেশন রেকর্ডের সঙ্গেও মিল পাওয়া যায়নি।
অভিযোগকারীরা জেলা প্রশাসকের নিকট উক্ত বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা নিরূপণ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সনদ যাচাই প্রক্রিয়া আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। তারা স্মারকলিপির সাথে জাল সনদের ফটোকপি ও নকল স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্রের কপিও সংযুক্ত করেছে।