
আকতারুজ্জামান-তানোর (রাজশাহী) :
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে কন্যা শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “শুধু একটি দিনে নয়, সারা বছর আমাদের সচেতন থাকতে হবে কন্যা শিশুদের অধিকার নিয়ে। তাদের পাশে দাঁড়ানো, কথা শোনা ও স্বপ্ন পূরণে সহায়তা করাই আমাদের দায়িত্ব।” তারা আরও বলেন, সমাজের প্রতিটি কন্যা শিশুকে সুরক্ষা ও সম্মানের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সমান পরিবেশ ও সুযোগ নিশ্চিত করা গেলে কন্যা শিশুরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, টিএইচও বার্নাবাস হাসদা, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) জাকির হোসেন, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সাংবাদিক এইচ. এম. ফারুকসহ আরও অনেকে।
বক্তারা সবাই কন্যা শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং নিরাপদ, বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।